গাইবান্ধা সাদুল্যাপুরে পেঁপে গাছের সাথে শত্রুতা|| ১২ শতাংশ জমির পেপে গাছ কর্তন||
গাইবান্ধা সাদুল্যাপুরে পেঁপে গাছের সাথে শত্রুতা||
১২ শতাংশ জমির পেপে গাছ কর্তন||
সরকার লুৎফর রহমান গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের আজিজার গাছুর ১২ শতাংশ জমির পেঁপে গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। পেঁপে গাছের সাথে এমন শত্রুতায় উঠতি ফসল মাটির সাথে মিশে যাওয়ায় দিশেহারা এ কৃষক।
২৩ আগষ্ট রাতে এ ঘটনা ঘটে ২৪ আগষ্ট ভোরবেলায় জমিতে এসে প্রতিটি গাছ কর্তন দেখে মাথায় হাত রাখেন কৃষক আজিজার গাছু। সবে মাত্র দুই হাটে পেঁপে বিক্রি করেছেন। এর মাঝেই একদিন বিক্রি করতেন। প্রতি গাছে ৭ থেকে আট কেজি পেঁপে ধরেছিলো।
এ বিষয়ে কৃষক আজিজার গাছু জানান,আমার সাথে কারো কোন শত্রুতা ছিলোনা তবে এ ঘটনাটি আমাকে হতভাগা করেছে এবং নতুন করে ভাবতে হবে এমন কর্মের কারণ কি? এখনও আমি আইনের আশ্রয় নেইনি।
ক্ষতিগ্রস্ত কৃষক আজিজার গাছু উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামের মৃত ছেদার বক্স গাছুর ছেলে।
No comments