আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

মতিউরের ৫ বছর বয়সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুই টি হাত ই নষ্ট হয়ে যায়।

 মতিউর,

 আমাদের সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন এর চরের এক হতভাগা শিশু। ২ বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে যায়। ৫ বছর বয়সে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুই টি হাত ই নষ্ট হয়ে যায়। এরপর তীব্র কষ্টের জীবন। তার বয়সি ছেলেমেয়েরা যখন স্কুলে পরে,  খেলাধুলা করে সেই সময়ে সে জীবনের হতাশার  অন্ধকারে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে।  আজ দুপুরে অফিসে বসে আছি,  এমন সময়ে সে অফিসের জানালার  পাশে দাড়িয়ে ছিল অবনত মস্তকে। তার সাথে কথা বলে তার জীবনের এই কষ্টের কাহিনি জানতে পারলাম। পরবর্তীতে ইউএনও মহোদয় কে অবহিত করা মাত্র তিনি তাকে ডেকে নেন, তার কষ্টের কথা শোনেন। এত বছরেও সে প্রতিবন্ধী ভাতা পায় নি!!! এইবার তার ভাতার ব্যাবস্থা হয়েছে। দুইদিন আগে ফেসবুকে এমনি এক অসহায় ব্যাক্তির  ভিডিও ভাইরাল হয়। তার জন্য কৃত্তিম হাতের ব্যাবস্থা করতে অনেকেই এগিয়ে এসেছে। মতিয়ুর এর জন্য কি কোন দয়াবান মানুষ এগিয়ে আসবেন? তাকে বেচে থাকার মত একটা ব্যাবস্থা করে দেবেন?



No comments

Powered by Blogger.