গাইবান্ধায় বেইলী ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক পানিতে,যান চলাচল বন্ধ
গাইবান্ধায় বেইলী ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক পানিতে,যান চলাচল বন্ধ||
নিজস্ব প্রতিবেদকঃ-গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক পানিতে পড়ে ডুবে গেছে। এতে অত্র উপজেলার কয়েকটি ইউনিয়নের সাথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৪ আগস্ট) সকালে সাড়ে ৭টার দিকে উদিয়াখালি- কালিরবাজার সড়কের থালুয়া নামক বেইলি ব্রিজে।জানা গেছে এ ঘটনায় ট্রাকটির চালক নিখোঁজ রয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আহমেদ বলেন, ব্রিজটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছ৷ ট্রাকে অতিরিক্ত মালামাল নেওয়ার কারণে বেইলি ব্রিজটি ভেঙে পরে। নিখোঁজ ট্রাক চালককে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফুলছড়ির ফায়ার সার্ভিস টিম!
No comments