রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১ কেজি গাঁজা উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১ কেজি গাঁজা উদ্ধার ও ০১ জন আসামী গ্রেফতার
---------------------------------------
গত ২৪/০৮/২০২০ খ্রিঃ বেলা ১১.৫৫ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত থানাধীন ফতা মৌজাস্থ ফতা গ্রামের জনৈক হামিদ মেকারের বাড়ীর সামনে নব্দীগঞ্জ হইতে টেপামধুরগামী উচু ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ০১(এক) কেজি শুকনা গাঁজা(মূল্য-১০,০০০/- টাকা), ০১ টি গঅজঝ মোবাইল ফোন (সিমসহ), ০১ টি পুরাতন মোটরসাইকেল (মুল্য অনুমান ৬০,০০০/- ষাট হাজার টাকা) ও একটি মোটরসাইকেলের কাগজপত্র ও চাবি উদ্ধারসহ আসামী ১. মোঃ এনামুল মন্ডল (২৪), পিতা- মাহবুব মন্ডল স্থায়ী : গ্রাম- শরিফ সুন্দর, থানা-পীরগাছা, রংপুর-কে গ্রেফতার করেন এবং এতদসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা মোঃ সবুজ মিয়া (মোবাইল-০১৯০৫১১২৯৩১), পিতা-অজ্ঞাত, স্থায়ী : গ্রাম- অজ্ঞাত, থানা-পীরগাছা, রংপুর এর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়।
No comments