সুন্দরগঞ্জ বাসিন্দা কনস্টেবল হাবিবুর রহমান ( SPBN -1) কে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে ১০,০০০ টাকা নগত দেয়া হয়।
কনস্টেবল হাবিবুর রহমান ( SPBN -1) বাছিলা ঢাকা, বিদুৎ পিষ্ঠ হয়ে অদ্য 22/08/2020 তারিখ সকাল অনুমান 09.30 ঘটিকায় গোপাল চরনএর নিজ বাড়িতে মৃত্যু বরন করায় গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল আউয়াল, অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল্লাহিল জামান, পুলিশ পরিদর্শক ( তদন্ত) জনাব মোঃ বুলবুল ইসলাম মৃতের নামাজে জানাযায় অংশ গ্রহন করেন এবং মৃতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল ইসলাম স্যারের পক্ষে নগদ ১০,০০০/= দশ হাজার টাকা প্রদান করেন।
No comments