আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

সুন্দরগঞ্জ বামনডাঙ্গা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের জাতীয় পার্টির কর্মী মোহাম্মদ বাতেন অসুস্থ থাকায় 3 সেপ্টম্বর 2020 এমপি শামীম হায়দার পাটোয়ারী পক্ষ থেকে নগদ অর্থ তাকে সহায়তা করা হয়

 


বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল  বাতেন চৌধুরী (অসুস্থ‍্য)কে ব‍্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারি এম পি'র আর্থিক সহায়তা প্রদান।এ সময় এম পি'র প্রতিনিধি দলের হয়ে উপস্থিত ছিলেন,বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল হক রেজা,উপজেলা জাপার দপ্তর সম্পাদক প্রভাষক রাকিব মোঃ হাদিউল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন জাপার সভাপতি মশিউর সরদার,বামনডাঙ্গা  ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মুক্তি,মিজানুর রহমান  পাটোয়ারি,মোনারুল ইসলাম মনু,আইয়ুব হোসেন প্রামানিক,নুরে আলম সিদ্দিকী ও সাদা মিয়া প্রমূখ।

No comments

Powered by Blogger.