আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

রংপুরে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


 

গোয়েন্দা বিভাগ ডিবি কর্তৃক নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

----------------------------------------------------------------------------

    অদ্য ০৯-০৯-২০২০খ্রিঃ সময় অনুমান ১৯.৩৫ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন এর সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের  নির্দেশনায় গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে  পুলিশ পরিদর্শক জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ,এস আই/ মোঃ বাবুল ইসলাম এবং অন্যান্য অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি রংপুর কোতয়ালী থানাধীন ২৫ নং ওয়াডস্থ আরসিসিআই মোড় সংলগ্ন উকিলের গলির মাথায় জনৈক মোঃ রতন এর কাঁচামালের দোকানের সামনে তিন রাস্তার মোড় হইতে ৪০(চল্লিশ) পিস লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ  আসামী মোঃ রাফাতুল করিম@রাফাত কে গ্রেফতার করা হয়।

No comments

Powered by Blogger.