আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

বগুড়ার কাহালুতে দিনে-দুপুরে যুবক খুন

 


১১সেপ্টেম্বর জুম্মার নামাজের সময় বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর -জামগ্রাম পাকা রাস্তার পানাই পকিতোলা ব্রীজের উপর আব্দুল আলীম(২২)নামের এক মটরসাইকেল চালককে গলা ও বুকে ছুরিকাঘাত করে হত্যা করে।স্থানীয় লোকজন জানায় ৩জন দুষ্কৃতকারী মটরসাইকেল আরোহী উল্লেখিত স্থানে আলীমকে আঘাত করলে মাটিতে পড়ে যায়, তারপর দুষ্কৃতকারীরা তার গলায় ও বুকে একাধিক ছুরিকাঘাত করে মৃত্যুনিশ্চিত করে পালিয়ে যায়।পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং ওসি'র নেতৃত্বে আসামীদের ধরতে পুলিশ ও জনতার সাড়াশি অভিযান চলছে।কাহালু  থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান পূর্ব শত্রুতার জের ধরে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।খবর পেয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারি পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।ইনসেটে দুষ্কৃতকারীদের ব্যবহৃত মটরসাইকেল।

No comments

Powered by Blogger.