আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

সুন্দরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ আনোয়ারুল ইসলাম( ৪০) উপর


 উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দূর্গম চরাঞ্চল ভাটিকাপাসিয়া গ্রামে কুমারী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে শনিবার রাতে থানায় মামলা হয়েছে। দীর্ঘদিন থেকে ওই গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম( ৪০) অসহায় কুমারী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল। শনিবার সকালে কিশোরী বিয়ের দাবি নিয়ে আনোয়ারুলের বাড়িতে অবস্থান নিলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। ধুবনী তদন্ত কেন্দ্রের এস আই রাজেন্দ্র মোহন চাকী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কিশোরীকে এবং বাড়িতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এর ফাঁকে লম্পট আনোয়ারুল সটকে পড়ে। জানা গেছে আনোয়ারুল একজন প্রতারক ও মাদক ব্যবসায়ী। এর আগেও সে ২ জন মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার পর বিয়ে করে তাদেরকে তালাক দিয়েছে। বর্তমানে তার এক স্ত্রী রয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ভট্টাচার্য্য জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন  কুমারি কিশোরী একজন এতিম। তার মা দূর্গম চরাঞ্চলে একটি চালার মধ্যে মেয়েকে নিয়ে বসবাস করত। তিনি দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানিয়েছেন। শনিবার রাতে এ নিয়ে নারী শিশু নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ রোববার কুমারি কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, আসামি আনো

No comments

Powered by Blogger.