গাইবান্ধা পলাশবাড়ী পাচ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার ও সরঞ্জামসহ চোর চক্রের ২ দুই সদস্য গ্রেফতার||
গাইবান্ধায় পাঁচ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার ও সরঞ্জামসহ চোর চক্রের ২ দুই সদস্য গ্রেফতার||
নিজস্ব প্রতিবেদক:-গাইবান্ধার পলাশবাড়ী হতে পাঁচ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার ও সরঞ্জামসহ চোর সিন্ডিকেটের ২ দুই সদস্য গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।
জানা গেছে, চুরি, সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(নিঃ) রায়হান আলীর সঙ্গীয় ফোর্স সহ শুক্রবার(৪সেপ্টেম্বর) আনুমানিক সাড়ে চারটার সময় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলী বাজারের ঠিকাদারী প্রতিষ্ঠানের গোডাউন হতে পিডিবির ৩ (তিন) ড্রাম (বৈদ্যুতিক এসিএসআর ডগ বেয়ার) বৈদ্যুতিক তার সহ পাঁচ লক্ষ টাকা মূল্যের অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে পরিবহনের জন্য অপেহ্মা করার সময় আরিফ ও সুমন মিয়া নামে চুরি চক্রের দুই জনকে আটক করে।
আটককৃত আরিফ(৩১) রংপুর জেলার পীরগাছা উপজেলার নাগদহ বামনডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের পুত্র এবং সুমন মিয়া(২৪) গাইবান্ধা সদর উপজেলার জামতলা গ্রামের সৈয়দ আলীর পুত্র।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানায়
মালামালসহ গ্রেফতারের পর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (বিউবো)রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু নুয়মান উদ্ধারকৃত মালামাল সমুহ সনাক্ত করে তাদের বিরুদ্ধে পলাশবাড়ি থানায়
বিদ্যুৎ আইন -২০১৮ সালের ৩৫/৪১ ধারা অনুযায়ী মামলা রুজূ করেছে।
No comments