আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

গাইবান্ধার সাঘাটায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার||

 

গাইবান্ধার সাঘাটায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার||


গাইবান্ধা প্রতিনিধি:-গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে স্বামী জামিরুল ইসলাম ও স্ত্রী রুমী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।


সোমবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে সাঘাটা মুক্তিনগর ইউনিয়নের ধনারুহা গ্রামের নিজ বাড়ীর শয়ন ঘর  থেকে তাদের মরাদেহ উদ্ধার করে পুলিশ।


স্থানীয়রা জানান, গতকাল রাতে  জামিরুল ইসলাম ও তার স্ত্রী রুমী বেগমের মধ্যে কথার কাটাকাটি হয়।

আজ সোমবার সকাল হলেও তাদের শয়ন ঘরের  দরজা বন্ধ ও তারা ঘর থেকে বের না হওয়ায় এবং ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে তাদের দুজনের লাশ উদ্ধার করে ।


সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । হত্যা না আত্মহত্যা ঘটনাটি  ময়না তদন্তের পরে জানানো যাবে ।

No comments

Powered by Blogger.