আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

নিলাম ছাড়াই সরকারী বিদ্যালয়ের ভবন ভাঙলেন প্রধান শিক্ষক


 চিলমারীতে নিলাম ছাড়াই সরকারী বিদ্যালয়ের ভবন ভাঙলেন প্রধান শিক্ষক

সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে বিদ্যালয়ের ভবন ভেঙ্গে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কুড়িগ্রামের চিলমারী উপজেলার উত্তর মাচাবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পাকা ভবন নিলাম ছাড়াই অজ্ঞাত ক্ষমতার জোড়ে ভাঙ্গার সাথে সাথে মালামাল আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন প্রধান শিক্ষকসহ দায়িত্বরতরা। অনুমতি ছাড়াই ভবন ভাঙার বিচার চাইছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার উত্তর মাচাবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লক তৈরির অযুহাতে একটি ৪রুম বিশিষ্ট পাকা ভবন নিলাম বা অনুমতি ছাড়াই ভাঙার কাজ শুরু করেছেন প্রধান শিক্ষক। ইতিমধ্যে ভবনের কয়েকটি পিলারসহ অর্ধেক অংশ ভেঙ্গে ফেলায় এলাকায় হইচই শুরু হয়েছে। এর পেক্ষিতে শুক্রবার বিকালে সরজমিন দেখা যায়, ভবনের অর্ধেক অংশ ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে বাকি অংশ ভাঙার কাজ চলছে। কথা হলে মিস্ত্রিরা জানান, প্রধান শিক্ষক এবং টিও (ইউইও) স্যারের নির্দেশে তারা ভাঙছেন।
 এলাকাবাসীরা জানান, নিলাম বা কোন অনুমতি ছাড়াই কিভাবে প্রধান শিক্ষক বা টিও (ইউইও) একটি সরকারী স্কুলের ভবন ভাঙ্গতে পারে। তারা এসময় অভিযোগ করে বলেন, ভবনটি ভেঙে ইটসহ বিভিন্ন মালামাল আত্মসাতের পায়তারা করছেন জরিতরা আমরা এর সঠিক বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, এটিও (এইউইও) জাহিদুল স্যারের নির্দেশ ভাঙা হচ্ছে ভবনটি এবং তিনি অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তবে ভবন ভাঙার জন্য কোন লিখিত অনুমতি নেই স্বীকার করে, এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্লিপের টাকা থেকে মিস্ত্রী খচর বহন করতেও এটিও (এইউএও) স্যার বলেছেন। দায় এড়িয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, সব বিষয় প্রধান শিক্ষক জানেন। উপজেলা শিক্ষা অফিসার আবু সালেহ সরকার এর সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোন ধরলেও উক্ত বিদ্যালয়ের কথা শুনে ফোন কেটে দেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম জানান, নিলাম ছাড়া বিদ্যালয়ের কোন ভবন ভাঙার নিয়ম নেই, কেউ যদি এরকম করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, বিষয়টি আমি শুনেছি এবং নিলাম ছাড়া ভাঙতে নিষেধ করা হয়েছে।

No comments

Powered by Blogger.