#র্যাব_৪_এর_অভিযানে_রাজধানীর_মিরপুর_বেড়িবাঁধ_এলাকা_হতে_অস্ত্র_ও_ইয়াবসহ_০৪_ছিনতাইকারী_গ্রেফতার।
#র্যাব_৪_এর_অভিযানে_রাজধানীর_মিরপুর_বেড়িবাঁধ_এলাকা_হতে_অস্ত্র_ও_ইয়াবসহ_০৪_ছিনতাইকারী_গ্রেফতার।
০৮/০৯/২০২০ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর শাহ্ আলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ দিয়াবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তল এবং ১০০০ পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য (১) জুয়েল রানা (৩১), জেলা-লক্ষীপুর, (২) মোঃ আঃ মান্নান (৩০), জেলা-চট্টগাম, (৩) মোঃ মেহেদী হাসান (২৮), জেলা-গাজীপুর এবং (৪) মোঃ সোহেল রানা (২৮), জেলা-গাজীপুর গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র, খুন, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। আসামীরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত। আরো জানা যায় যে, আসামীরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। এছাড়া দেশের সীমান্তবর্তী এলাকাসমূহ হতে ইয়াবা সংগ্রহ করে শাহআলী, মিরপুর, উত্তরা, টঙ্গীসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
No comments