ভুরারঘাট এম ইউ বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত শিক্ষক কাজী এম সাখাওয়াত হোসেন কে নিয়ে দীর্ঘদিনধরে একটি কুচক্রী মহল মিথ্যে অপপ্রচার করে মাদ্রাসার দিন দিন অবনতি ফলাফল বিপর্যয় ক্ষতি সাধন করার চেষ্টা করছে
কাজী সাখাওয়াত হোসেন, ওনার কাছ থেকে জানা যায়,
ভুরারঘাট এম.ইউ.বহুমুখী ফাজিল মাদ্রাসায় অবৈধভাবে হওয়া সভাপতি জনাব মাহফুজার রহমান এডহক কমিটির সভাপতি হওয়ায় অভিভাবক সদস্য ছপিউল হক মহামান্য হাইকোর্টে -2707/20 মামলায় ০৬ মাসের মেয়াদ কলিন সভাপতি পদ স্থগিত করেন কমিটির মেয়াদ ০৭/০৯/২০ শেষ হওয়ায় উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট মামলাটি খারিজ করেন। অপরদিকে উপাধ্যক্ষকে বাদদিয়ে অবৈধভাবে হওয়া ভারঃনিলুফা ইয়াছমিনকে গত 18/08/2020 মহামান্য হাইকোর্টের -4065/20 মামলায় কাজী এম সাখাওয়াত হোসেন স্টে করে দায়িত্বভার গ্রহন করেন দীর্ঘদিনধরে একটি কুচক্রী মহল মিথ্যে অপপ্রচার করে মাদ্রাসার দিন দিন অবনতি ফলাফল বিপর্যয় ক্ষতি সাধন করার চেষ্টা করছে তাই মাদ্রাসার সকল দাতা-প্রতিষ্ঠাতা ও হিতাকাঙ্ক্ষীদের আগামীতে ছাত্র ছাত্রীদের পড়াশুনা বাদদিয়ে রাজনীতি কারিদের চিহ্নিত ও করার কামনা জানিয়ে ছেন।
No comments