সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদ প্রকাশে তাছমিন কে খুঁজে পেলো পরিবার||
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদ প্রকাশে তাছমিন কে খুঁজে পেলো পরিবার||
নিজস্ব সংবাদদাতা:-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের "গাইবান্ধার ডাক" সহ বিভিন্ন পেজ ও সাংবাদিকবৃন্দের ব্যাক্তিগত আইডি হতে বাকপ্রতিবন্ধী তাছমিন নিখোঁজের সংবাদ প্রকাশের ফলে তাছমিন কে খুঁজে পেয়েছে তার পরিবার।
১লা সেপ্টেম্বর নিখোঁজ হওয়া তাছমিনের ছবিসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ্য করে শনিবার(৫-অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রকাশের ৪ঘন্টার মাথায় তাছমিনের সন্ধান মেলে।
তাছমিনের ছোট ভাই লিজয় জানিয়েছেন,থানায় সাধারণ ডায়েরি করার পর শনিবার ফেসবুকে সংবাদ প্রকাশের পর ফেসবুকে ছবি সহ সংবাদ দেখে চিনতে পেরে,সংবাদে উল্ল্যেখিত নাম্বারে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় লোকজন ফোন দিয়ে জানায় তাছমিন পাটগ্রামে রয়েছে।তারপর আমি পাটগ্রাম গিয়ে স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের হেফাজতে আমার বাকপ্রতিবন্ধী বোনকে পাই।আমার বোনকে বাড়ীতে নিয়ে এসেছি।সে আরও জানায় নিখোঁজের পর থেকে আমার মা'সহ পরিবারের সবাই দুশ্চিন্তায় ছিলো এবং তার ৯বছর বয়সী ছোট্ট ছেলেটিও মায়ের জন্য কান্নাকাটি করতেছিলো।এখন বোনকে খুঁজে পাওয়ায় আমরা সবাই খুশি।ফেসবুকের কল্যাণে বোনকে খুঁজে পাওয়ায় লিজয় সকল সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
তাছমিন গাইবান্ধা জেলার সাদুল্যারপুর উপজেলার জানিপুর গ্রামের মৃত বাবু লাল মিয়ার মেয়ে।সংযুক্ত প্রথম ছবিটি রবিবার(৬সেপ্টেম্বর)তাছমিন জানিপুর তার বাড়ী ফেরার পর সংগ্রহ করা হয়।
No comments