আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

রংপুরে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ২....


 *এবার দিনাজপুরের চিরিরবন্দর থেকে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ২*


দেশের তরুণ সমাজের মধ্যে ভারতীয় কফ সিরাপ ‘ফেনসিডিল’ বেশ জনপ্রিয়। আর এর কারণেই  বৃদ্ধি পাচ্ছে এর চোরাচালান। গতকাল (১৩ আগস্ট, ২০২০)  তথ্য আসে, দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় ফেনসিডিলের একটি চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছে কতিপয় মাদক কারবারি। দ্রুত ঘটনাস্থলে হাজির র‍্যাব-১৩ সিপিসি ২(নীলফামারী ক্যাম্প) এর অপারেশন টিম।  



শুরু হয় গোয়েন্দা তৎপরতা। অবশেষে রাত ০৯ টার দিকে ধরা পড়ে দুই মাদক কারবারি। ১। মোঃ ফরিদুল ইসলাম ২। মোঃ আনোয়ার হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় *৩৯৮ বোতল ফেনসিডিল*।


        

No comments

Powered by Blogger.