দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার**
**র্যাব ১৩ এর অভিযানঃ চাঞ্চল্যকর শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার**
অহে জাতি কোন স্বার্থকতায় প্রকাশ্য বলো
আমি বাঙ্গালি আমি গর্বিত জন্মেছি এই বাংলায়,
যে বাঙ্গালির দ্বারা আজ ধর্ষিত হয়, মানসিক প্রতিবন্ধী, শিশু,তরুণী, বৃদ্ধা কেউ ছাড় পায় না অত্যাচারীর হিংস্র থাবা থেকে। বাঁচতে পারে না অবুঝ শিশু দাগা বসিয়ে দায় হায়না তার পবিত্র শরীরে।
শারীরিক প্রতিবন্ধি বানী রায় (ছদ্মনাম), বাবা মারা গেছে বেশ কয়েক বছর আগে। একই গ্রামের এর বখাটে ছেলে শ্রী শ্যামল চন্দ্র রায়ের কুনজর পড়ে বানী রায়ের উপর। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে যখন তার মন জয় করতে পারে না, তখন বেরিয়ে শ্যামলের আসে আসল রূপ। ছলে, বলে, কৌশলে ডেকে নিয়ে করে জোরপূর্বক ধর্ষণ করে। সাথে হুমকি ও দেয় কাউকে কিছু না বলার জন্য।
এটি বাংলা কোন সিনেমার গল্প নয়, দিনাজপুরের শারীরিক প্রতিবন্ধী একটি মেয়ের বাস্তবতা।
মেয়েটির ভাই বিষয়টি জানার পর বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি ধষর্ণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র্যাব বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং ছায়া তদন্ত শুরু করে। গ্রেফতারের ভয়ে আসামী আত্মগোপনে থাকে এবং ঘন ঘন অবস্থান পরিবর্তন করে।
র্যাবের অব্যাহত নজরদারীর এক পর্যায়ে ২৭/০৮/২০২০ ইং তারিখ সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর এর একটি আভিযানিক দলের নিজস্ব গোয়েন্দা তথ্য অনুযায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সিটি পার্ক এলাকা থেকে উক্ত ধর্ষণ মামলার আসামী শ্রী শ্যামল চন্দ্র রায় কে গ্রেফতার করে।
"কোথায় বাস করছো হে বাঙালি জাতি
নিক্ষেপ কর তোমার বিবেকের দৃষ্টি,
ঐ ধর্ষিতার জননীর আহত অন্তরে, দিবানিশি জ্বলছে তার ছতর মস্তিষ্কে অসভ্যতার অর্সজ্জ যন্তণার অনল"
No comments