রংপুর গোয়েন্দা বিভাগ কর্তৃক ব্যাটারীচালিত অটো গাড়ীর চুরি সংক্রান্তে ০১ জন আসামী গ্রেফতার্।
গোয়েন্দা বিভাগ কর্তৃক ব্যাটারীচালিত অটো গাড়ীর চুরি সংক্রান্তে ০১ জন আসামী গ্রেফতার্।
------------------------------------------
অদ্য ২৬-০৮-২০২০ খ্রিঃ সময়- ১৫.৪৫ ঘটিকা গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব মোঃ মারুফ হোসেন এর নির্দেশে অতিঃ উপ পুলিশ কমিশনার (ডিবি)জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বাদী মোঃ মাহমুদ, পিতা- মৃত আব্দুল মাজিদ, সাং- কেড়ানীপাড়া, কোতয়ালী, মহানগর, রংপুর এর অভিযোগের ভিত্তিতে আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন শাপলা টার্মিনাল রোডস্থ চামড়া পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর চোরাইকৃত অটোর অংশ বিশেষ উদ্ধারসহ আসামী মোঃ ইউসুপ (৩০), পিতা- মোঃ বাবলু, সাং- উত্তর বাবাখাঁ, ওয়ার্ড নং-২২, থানা-কোতয়ালী, মহানগর, রংপুরকে গ্র্যেফতার করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় বাদী কর্তৃক দেয়া মামলা প্রক্রিয়া চলমান।
No comments