আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

ইউএনও'র ওপর হামলা: আসা‌মিরা ৭ দি‌নের রিমান্ডে

 

ইউএনও'র ওপর হামলা: আসা‌মিরা ৭ দি‌নের রিমান্ডে
ফখরুল হাসান পলাশ, দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা ওমর আলী শেখের উপর হামলার ঘটনায় অ‌ভিযুক্ত আসামিদের দিনাজপুর চীফ জু‌ডি‌সিয়াল ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে হা‌জির করা হয়। এসময় আসামি নবীরুল ইসলাম ও সান্টু কুমার‌কে ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে আদালত।

অপর আসা‌মি আসাদুল হক‌ অসুস্থ হ‌য়ে পড়ায় তাকে র‌্যাবের হেফাজ‌তে রংপুর মে‌ডিক‌ে‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

মামলা‌টি গো‌য়েন্দা পু‌লি‌শের (ডি‌বি) কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

আজ শ‌নিবার বিকাল পাঁচটায় দিনাজপুর চীফ ম্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে তিন আসা‌মির ম‌ধ্যে দুইজন‌কে হা‌জির করা হয়। এ সময় ‌সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যা‌জিস্ট্রেট শি‌শির কুমার বসু এই রিমান্ড মঞ্জুর ক‌রে।

মামলার নতুন আইও গো‌য়েন্দা পু‌লিশের ও‌সি ইমাম জাফর আদাল‌তের কা‌ছে ১০ দি‌নের ডিমান্ড চাই‌লে ৭ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন আদালত।

No comments

Powered by Blogger.