রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা বিভাগ পুলিশ কর্তৃক বিদেশী মুদ্রা প্রতারক গ্রেফতার
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা বিভাগ পুলিশ কর্তৃক বিদেশী মুদ্রা প্রতারক গ্রেফতার
---------------------------------------------------------
অদ্য ০১-০৯-২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার জনাব আবু মারুফ হোসেন এর তত্ত্বাবধানে, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক রাজেশ কুমার চক্রবর্তী, এস আই মোঃ বাবুল ইসলাম, এসআই মনোরঞ্জন রায়, এসআই নাহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন সুরভি উদ্দানের সামনে চলাচলের পাকা রাস্তার উপর হতে ১০০(এক শত) রিয়াল মূল্য মানের দুইটি সৌদি রিয়েল, একটি মোবাইল ফোন ও একটি কালো ব্যাগে রক্ষিত কিছু পেপার কাটিং এবং তার ভিতরে ভিম বার সাবান সুতো দিয়ে শক্ত ভাবে পেচানো টাকা উদ্ধারসহ আসামী ১। মোঃ পান্নু মিয়া(৫০), পিতা- মৃত মান্নান মিয়া,@ কাইঞ্চা মিয়া, সাং- বালিয়া, পোষ্ট-আলগি, থানা- ভাঙ্গা, জেলা-ফরিদপুর ও ২) মোঃ শওকত খন্দকার(৬০) পিতা- মৃত আব্দুল মান্নান খন্দকার, সাং- বাটী কামারী, থানা- মোকছেদপুর, জেলা- গোপালগঞ্জ-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে বাদীর লিখিত এজাহারের সাপেক্ষে কোতয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, উক্ত প্রতারক ইতোপূর্বে বিভিন্ন বাংলাদেশী সৌদি গমন ইচ্ছুক এবং হজ্জ পালন ইচ্ছুক সহজ সরল লোকদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক উপায় অবলম্বন করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করেছে।
No comments