আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

রংপুর মেট্রোপলিটন পুলিশ, ০৮ (আট) বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার


 রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা বিভাগ কর্তৃক ০৮ (আট) বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।

----------------------------------------------------------------

অদ্য ০২/০৯/২০২০ খ্রিঃ গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নির্দেশনায় গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার জনাব, মোঃ আবু মারুফ হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নিরস্ত্র এবিএম ফিরোজ ওয়াহিদ এর নের্তৃত্বে এসআই নিরস্ত্র মোঃ বাবুল ইসলাম, এসআই নিরস্ত্র মোঃ আশেকুন্নবী খন্দকার, এসআই নিরস্ত্র মোঃ আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় ফোর্সসহ তাজহাট থানাধীন দমদমা ব্রীজের উত্তর পাশের্ রংপুর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফাঁকা জায়গা থেকে ০৮ (আট) বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোছাঃ শাহাজাদী বেগম (৫০), স্বামী- মোঃ মতিয়ার রহমান, সাং- বিশ^নাথপুর আঠারকোটা, থানা- মিঠাপুকুড়, জেলা- রংপুর -কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের সারণি ১৪(ক)/১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।


No comments

Powered by Blogger.