আসসালামুয়ালাইকুম গ্রাম সময় পেজে আপনাদের সবাইকে স্বাগতম।

ছাত্র কর্তৃক শিক্ষক এর বাড়ী থেকে মটর সাইকেল ও মোবাইল ফোন চুরি অতঃপর

 ছাত্র কর্তৃক শিক্ষক এর বাড়ী থেকে মটর সাইকেল ও মোবাইল ফোন চুরি অতঃপর


যা ঘটলো ঘটনাটি গত ইং ২৮-০৮-২০২০ তারিখ মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, ঝাড়আম বাড়ী উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর এর বাড়ীর বেলকোনির গ্রিলের তালা খুলে রাতে বাড়ীতে ঢুকে তার ছাত্র মনির হোসেন (২৭) পিং মোঃ লাল মিয়া সাং- ভেন্ডাবাড়ী তার সহযোগী মোঃরিয়াদ(২০) পিং মোঃকাউছার সাং- হাজীপুর উভয় থানা-পীরগঞ্জ জেলা-রংপুর একটি ১০০ সিসি ডিসকাভার লাল রং এর মটর সাইকেল ও ৩ টি মোবাইল ফোন চুরি করে আসামী মোঃমাহফুজার রহমান টুটুল (৩৫)পিং মোঃআকবর আলী গ্রাম - রামচন্দ্রপুর থানা- কাউনিয়া জেলা -রংপুর এর নিকট মটর সাইকেল ও একটি মোবাইল বিক্রয় করে,পরবর্তীতে টুটুল এর নিকট থেকে আসামি মোঃ গোলাম মস্তফা, গ্রাম - হরগোবিন্দ,মাহীগঞ্জ, রংপুর চোরাই মোবাইল ক্রয় করেন।ইং ০৫-০৯-২০২০ তারিখ পুলিশ পরিদর্শক মোঃশাহীনুর ইসলাম তালুকদার, ইনচার্জ, ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র এর নেতৃত্বে আসামীদের গ্রেফতার ও চোরাই মটর সাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

No comments

Powered by Blogger.