ভুরুঙ্গামারীতে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
ভুরুঙ্গামারীতে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত।
ভুরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে সড়ক দুর্ঘটনা,পরিবহনে চাঁদাবাজী ও মাদক প্রতিরোধে জনসচেতনতামুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টার সময় সোনাহাট ডিগ্রি কলেজে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী অফিসার শ্রী দীপক কুমার দেব শর্মা,ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী। ওসি মুহাঃ আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লাহ,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক,সোনাহাট কলেজের ছাত্রী শাহানারা বানু নুপুর,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম,উত্তর ধরলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার সাহা,উপজেলা ট্রাক ও ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সম্পাদক লাভলু,
পুলিশ সুপার তার বক্তব্যে সড়ক দু্র্ঘটনারোধে সকলের সচেতনতার পাশাপাশি সড়কে কোন প্রকার চাদাবাজির বিষয়ে কঠোর হুশিয়ারি প্রদান করেন।
No comments