সুন্দরগঞ্জে প্রতিটি ফলের দোকানের সামনে উপজেলা নির্বাহী অফিসার।
সুন্দরগঞ্জে প্রতিটি ফলের দোকানের সামনে "মানবতার ফলের ঝুড়ি", যাদের ফল কেনার সামর্থ নেই তারা এখান থেকে ফল সংগ্রহ করতে পারেন।
ফলের দোকানে ফল ক্রয় করলে, অন্তত একটি ফল এই ঝুড়িতে রাখি। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ মহোদয় ও এর সাথে জড়িত সকলকে "স্বপ্নময় সুন্দরগঞ্জ" গড়ার লক্ষে এতো সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য। জয় হোক মানবতার।
ছবি ও তথ্য: হাসান শুভ
Good
ReplyDelete